নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের সার্জারি বিভাগে এ অপারেশনটি করা হয়। চিকিৎসকরা জানান, এই পদ্ধতিতে শল্যচিকিৎসা রোগীর জন্য কম কষ্টদায়ক এবং দ্রুত সুস্থতা লাভ সম্ভব হয়।
নোয়াখালী জেলা হাসপাতাল আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে রোগীদের সেবা দিতে সক্ষম হচ্ছে বলে আশা করা হচ্ছে।
https://medivoicebd.com/article/33532/নোয়াখালী-সদর-হাসপাতালে-পেট-না-কেটে-প্রথম-হার্নিয়া-অপারেশন